তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও তথ্যপত্র
প্রতিষ্ঠান/কার্যালয়ের নাম |
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর |
পূর্ণ ঠিকানা |
খামারবাড়ি, কবরী রোড, চুয়াডাঙ্গা |
ফোন, ফ্যাক্স, ই-মেইল ও ওয়েবসাইট |
ফোনঃ ০৭৬১-৬৩১৯৩ ই-মেইলঃ dddaechuadanga@gmail.com |
প্রতিষ্ঠানের ধরণ |
সরকারি |
প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য |
টেকসই ও লাভজনক ফসল উৎপাদন বৃদ্ধি নিশ্চিতকরনের লক্ষ্যে দক্ষ, ফলপ্রসু, বিকেন্দ্রীকৃত, এলাকানির্ভর, চাহিদা ভিত্তিক এবং সমন্বিত কৃষি সম্প্রসারণ সেবা প্রদানের মাধ্যমে সকল শ্রেণীর কৃষকের প্রযুক্তি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিকরণ। |
প্রতিষ্ঠানের উল্লেখ্যযোগ্য কার্যক্রম |
১। সকল শ্রেণীর কৃষকের জন্য কৃষি বিষয়ক প্রযুক্তি সম্প্রসারণ সেবা প্রদান ২। প্রদর্শনী প্লট স্থাপন, মাঠ দিবস, কৃষক প্রশিক্ষণ, কৃষক সমাবেশ এর মাধ্যমে ফসলের উন্নত জাত ও উন্নত প্রযুক্তি সম্প্রসারণ ৩। কৃষি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন এবং গবেষণালব্দ তথ্য ও প্রযুক্তি সমূহ কৃষকদের মাঝে সম্প্রসারণ করা। ৪। সম্প্রসারণ কর্মীদের প্রশিক্ষণ প্রদান |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবী, ফোন ও ই-মেইল |
জেলা প্রশিক্ষণ কর্মকর্তা টেলিফোনঃ ০৭৬১-৬৩২৪৮ ই-মেইলঃ dddaechuadanga@gmail.com |
বিকল্প কর্মকর্তার (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতিতে) নাম, পদবী, ফোন ও ই-মেইল |
অতিরিক্ত উপপরিচালক (শস্য) টেলিফোনঃ মোবাইলঃ ই-মেইলঃ - |
আপীল (তথ্য না পেলে) কর্তৃপক্ষের নাম, পদবী, ফোন ও ই-মেইল |
অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চল, যশোর টেলিফোনঃ ০৪২১-৬৮৬২৯ মোবাইলঃ - ই-মেইলঃ addaejessore@gmail.com |
সার্বিক সেবা সম্পর্কিত অভিযোগ জানানোর ঠিকানা |
উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি, চুয়াডাঙ্গা |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস