চুয়াডাঙ্গায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
Details
উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চুয়াডাঙ্গার প্রশিক্ষণ হলরুমে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী উপসহকারী কৃষি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন শীর্ষক এক প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন যশোর অঞ্চলের সম্মানিত অতিরিক্ত পরিচালক জনাব মো. আলমগীর বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএই চুয়াডাঙ্গার
সম্মানিত উপপরিচালক জনাব মো. মাসুদুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) জনাব কৃষ্ণ রায়, অতিরিক্ত উপপরিচালক (পিপি) জনাব মিঠু চন্দ্র অধিকারী ও কৃষি প্রকৌশলী জনাব মো. আনোয়ার হোসেন পাহালোয়ান, প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার জনাব মো. শামীম শেখ। প্রশিক্ষণে জেলার ৪টি উপজেলা থেকে ৬০ জন উপসহকারী কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।