Wellcome to National Portal
Main Comtent Skiped


তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথ্যপত্র

প্রতিষ্ঠান/কার্যালয়ের নাম

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

পূর্ণ ঠিকানা

খামারবাড়ি, কবরী রোড, চুয়াডাঙ্গা

ফোন, ফ্যাক্স, ই-মেইল ও ওয়েবসাইট

ফোন: ০২৪৭৭৭৮৭০৪৩  

ই-মেইল: dddaechuadanga@gmail.com

প্রতিষ্ঠানের ধরণ  

সরকারি

প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য

টেকসই ও লাভজনক ফসল উৎপাদন বৃদ্ধি নিশ্চিতকরনের লক্ষ্যে দক্ষ, ফলপ্রসু, বিকেন্দ্রীকৃত, এলাকানির্ভর, চাহিদা ভিত্তিক এবং সমন্বিত কৃষি সম্প্রসারণ সেবা প্রদানের মাধ্যমে সকল শ্রেণীর কৃষকের প্রযুক্তি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিকরণ।

প্রতিষ্ঠানের উল্লেখ্যযোগ্য কার্যক্রম

১। সকল শ্রেণির কৃষকের জন্য কৃষি বিষয়ক প্রযুক্তি সম্প্রসারণ সেবা প্রদান

২। প্রদর্শনী প্লট স্থাপন, মাঠ দিবস, কৃষক প্রশিক্ষণ, কৃষক সমাবেশ এর মাধ্যমে ফসলের উন্নত জাত ও উন্নত প্রযুক্তি সম্প্রসারণ

৩। কৃষি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন এবং গবেষণালব্দ তথ্য ও প্রযুক্তি সমূহ কৃষকদের মাঝে সম্প্রসারণ করা।

৪। সম্প্রসারণ কর্মীদের প্রশিক্ষণ প্রদান

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবী, ফোন ও ই-মেইল

জেলা প্রশিক্ষণ কর্মকর্তা

ফোন: ০২৪৭৭৭৮৭০৪৩  

ই-মেইল: dddaechuadanga@gmail.com

বিকল্প কর্মকর্তার (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতিতে)  নাম, পদবী, ফোন ও ই-মেইল

অতিরিক্ত উপপরিচালক (শস্য)  

ফোন: ০২৪৭৭৭৮৭০৪৩  

ই-মেইল: dddaechuadanga@gmail.com

আপীল (তথ্য না পেলে) কর্তৃপক্ষের নাম, পদবী, ফোন ও ই-মেইল

অতিরিক্ত পরিচালক,

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,

যশোর অঞ্চল, যশোর

টেলিফোনঃ ০৪২১-৬৮৬২৯

মোবাইলঃ -  

ই-মেইলঃ addaejessore@gmail.com

সার্বিক সেবা সম্পর্কিত অভিযোগ জানানোর ঠিকানা

উপপরিচালক,

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি, চুয়াডাঙ্গা